Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত সকালে পুলওয়ামায় সন্ত্রাসীদের আইইডি হামলায় আহত এক জওয়ান



রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের আইইডি হামলায় সিআরপিএফের এক জওয়ান আহত হয়েছেন।

আজ সকালে  যখন পুলওয়ামার গঙ্গু এলাকায় নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল তখন এই  বিস্ফোরণ ঘটে। সন্দেহ করা হচ্ছে যে হামলাটি সিআরপিএফের কনভয় কে  টার্গেট করার জন্য হয়েছিল।

পিটিআই সূত্রে খবর বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনী বাতাসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন,  ।

অঞ্চলটি ইতিমধ্যে ঘেরাও করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। 

গত মাসে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাটাগুন্ডে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে সন্ত্রাসীরা একটি গ্রেনেড ছুড়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code