বিশ্বের এক নম্বর চিনা দাবারুকে হারালো ভারতীয় দাবারু! যোগ্য জবাব চিনকে! 

এবার দাবার বোর্ডে চিনকে হারালো ভারত। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেনাবাহিনীর সংঘর্ষ নিয়ে দু’দেশের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি উত্তপ্তের মধ্যেই দাবার বোর্ডে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের অন্যতম সেরা মহিলা দাবাড়ু কনেরু হাম্পি। 


বিশ্বের এক নম্বর মহিলা দাবাড়ু হাউ ইফ্যানকে ৬-৫ ফলে হারিয়েছেন হাম্পি। আর স্পিড চেস চ্যাম্পিয়নশিপের চতুর্থ তথা চূড়ান্ত পর্বের ফাইনালে পৌঁছে গেলেন হাম্পি। র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হাম্পি টান টান লড়াইয়ে জয় ছিনিয়ে নেন। 


হাম্পি জিতলেও ভারতের আরেক দাবারু হরিকা দ্রোণবল্লী কোয়ার্টার ফাইনালে হেরেছেন। রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুকের কাছে তিনি হেরেছিলেন ৯-৩-এ।