Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার ভ্যাকসিনে আশার আলো দেখাচ্ছে আমেরিকা


করোনার দাপটে বিধ্বস্ত বিশ্ব এখন চেয়ে আছে প্রতিষেধকের দিকে। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে উদ্বেগ। লক ডাউন, সামাজিক দূরত্ব বিধি, মাস্ক সব কিছুকেই মানলেও করোনা মানছেই না, বেড়েই চলছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন হতে পারে একমাত্র ভরসা। একাধিক গবেষণা চললেও এখনও মিলছে না প্রতিষেধক। 

চারটি করোনা প্রতিষেধককে এবার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সংস্থার প্রধান স্টিফেন হান সাংবাদিক সম্মোলনে জানিয়েছেন, এখনই ৪ টি প্রতিষেধককে ক্লিনিকাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। আরও ৬টি প্রতিষেধক রয়েছে পুনর্মূল্যায়ন করা বাকি।

মার্কিন প্রশাসন মে মাসে স্বাস্থ্য ও প্রতিরক্ষা বিভাগের যৌথ প্রচেষ্টায় "ওয়ার্প স্পিড" প্রকল্পের ঘোষণা করেছিল। যেখানে বলা হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসের আগেই ৩০ কোটি করোনা প্রতিষেধক তৈরি করা হবে।

যদিও আমেরিকার বিশ্বমারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি মঙ্গলবার জানিয়েছেন এরকম কোনও নিশ্চয়তা নেই। 

তবে তিনি আশা রাখেন যে চলতি বছরে শীতকালে কিংবা আগামী বছরের শুরুতে প্রতিষেধক আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code