৩১ আগস্ট পর্যন্ত লকডাউন সহ একাধিক জরুরী ঘোষণা মুখ্যমন্ত্রীর
SANGBAD EKALAVYA:
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসছে না সেই কথা মাথায় রেখে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্য জুড়ে ফের লক ডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সপ্তাহে দুদিন লক ডাউনের কথা ঘোষণা করেন। সেই মতোই সপ্তাহে কোন দুদিন লক ডাউন চলবে সেইদিন গুলি এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- ৩১ অগাস্ট পর্যন্ত বাড়লো লক ডাউন
- প্রত্যেক রবিবার পূর্ণ লক ডাউন
- শনিবার ঈদ থাকায় আগামী শনিবার লক ডাউন থাকবে না, তার পরিবর্তে সোমবার সম্পূর্ন লকডাউন থাকবে।
- ১৭০০০ ডেইলি টেস্টিং । কেউ মারা গেলে তার পূর্বে টেস্ট করানো থাকলে ICMR এর নিয়মানুসারে তাকে আর দেরি করানো হবে না।
- 30 টি বড় ল্যাব আছে।
- বাংলায় নর্থ ইস্ট এর অনেকে আসছেন, অনেক রাজ্যের বর্ডার তাই সেনসিটিভ বেশি। প্রচুর বাইরের মানুষ ট্রিটমেন্ট করতে আসেন।
- যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল খোলার কথা ভাবা হচ্ছে l
- ২,৫,৮,৯,১৬,১৭,২২,২৩ আগাস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে,ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর।
- জুনের মধ্যে ৪০০০ কোটি টাকা GST বাবদ পাওয়ার কথা ছিল জুনের মধ্যে সেটা পাইনি, আরো ৫৩০০০ কোটি পাইনি,আমফানে একটাকাও পাইনি ওই ১০০০ কোটির পরে
- এখন করোনা পিক এ আছে তাই স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই.।
- সিচুয়েশন পারমিট করলে দুর্গোপূজো পর্যন্ত অল্টারনেটিভ দিনে তে স্কু কলেজ খোলা যেতে পারে। যদি আগস্টে ইমপ্রুভমেন্ট হয় তাহলেই
- এখন পরীক্ষা নেওয়া সম্ভব নয়, UGC এর আগের সিদ্ধান্তই ঠিক ছিল
বিস্তারিত আসছে ...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊