সম্প্রতি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। যার তালিকায় রয়েছে টিকটক, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপ। এবার, বেআইনি কার্যকলাপ সুরক্ষা আইনে ৪০টি ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ খালিস্তানপন্থী গ্রুপের ‘শিখ ফর জাস্টিস’-এর মোট ৪০টি ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করা হল। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক মিলিত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে।
২০০৭ সালে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একদল শিখ সম্প্রদায়ের মানুষ ভারত থেকে পঞ্জাবকে আলাদা করার দাবিতে গ্রুপ তৈরি করেছিলেন। বিচ্ছিন্নতাবাদী উস্কানিমূলক কার্যকলাপের অভিযোগে আগেই খালিস্তানপন্থী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার নিষিদ্ধ করা হল এই গ্রুপের ৪০টি ওয়েবসাইট।
স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, এ বার ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৩ এ নম্বর ধারায় ‘শিখ ফর জাস্টিস’-এর ৪০টি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊