বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল স্থানীয়ের




SER-23,বাঁকুড়া ২৮ জুলাই:  বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল বাঁকুড়ার  বাদুলাড়া গ্রামের বাসিন্দা লতিফুর রহমান এক ব্যক্তির। 

এদিন সকালে একটি বাইকে এক চালক ও এক জন মহিলা আরোহী নিয়ে বাঁকুড়া সদর থানার অন্তর্গত বাদুলাড়া গ্রামে প্রবেশ করতেই সজোরে ধক্কা মারে ওই গ্রামেরই বাসিন্দা লতিফুর রহমানকে, বাইকের ধাক্কায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারালে উত্তেজিত জনতা বাইকের চালক ও মহিলা আরোহীকে  একটি ঘরের মধ্যে আটকে রাখে বিক্ষোভ দেখাতে থাকে । তাদের দাবী, এই দুইজন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তার এবং তারা মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিল বলেই নিয়ন্ত্রণ হারিয়ে লতিফুর কে ধাক্কা মারে। 

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলা কালীন ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ পোঁছলে পরিস্থিতি আরও জটিল হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয় এবং গ্রামবাসীরা আটকে রাখা দুই জুনিয়ার ডাক্তারকে পুলিশের হাতে তুলে দেয়।