বুধবার জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার সোপোর শহরে জঙ্গিদের হামলায় কমপক্ষে একজন সিআরপিএফ জওয়ান ও একজন বেসামরিক নিহত হয়েছেন এবং অপর দুই নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন, কর্মকর্তারা জানাচ্ছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা সোপোরে নিরাপত্তা বাহিনীর একটি নাকা পার্টিতে গুলি চালিয়েছিল, যার ফলে তিনজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) জওয়ান এবং একজন বেসামরিক আহত হয়েছে।
তারা জানান, হামলাকারীদের খোঁজখবর নিতে এলাকা ঘেরাও করা হলেও আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সিআরপিএফের এক কর্মী এবং বেসামরিক নাগরিককে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে।
এদিকে হামলা চলাকালীন এক তিন বছরের শিশুকে ঘটনাস্থল থেকে অক্ষত উদ্ধার করে আনে জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই শিশু জঙ্গি হামলার মধ্যে পড়ে গিয়েছিল। এক পুলিশকর্মী দ্রুত ওই শিশুকে বের করে আনে।পরে, শিশুকে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে।
পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলায় নিহত নাগরিকের আত্মীয় ওই শিশু। পুলিশ শিশুটিকে ওই ব্যক্তির মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তাকে কোনওমতে সান্ত্বনা দিয়ে তার কান্না থামানো হয়।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊