অন্বেষা বিশ্বাস: লকডাউন না মানা বেরোনো বেপরোয়া একটি গাড়িকে আটকাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টা নাগাত পরমা আইল্যান্ডের কাছে। 

গাড়িটি আম্বেদকর সেতু পার করে রুবির দিকে আসার সময় গাড়িটিকে থামানোর চেষ্টা করে তিনজলা থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবল। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি ফের আম্বেদকর সেতুর দিকে পালিয়ে যায়। কিন্তু সেটি লেনে বাঁধা পেয়ে ফের ট্রাফিক গার্ডের ব্যারিকেডের কাছে ফিরে আসে। ফলে তৎক্ষনাৎ গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। 


এর পরেই বেপরোয়া ওই গাড়ির চালক ধাক্কা মারে পুলিশকে। এবং তাকে সাহায্য করতে এলে অপর পুলিশ কর্মীকেও ধাক্কা মারে গাড়িটি। জানা গিয়েছে, গাড়িতে দুই যুবক-যুবতী ছিলেন। গাড়ির চালককে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িটিও। বাইপাসের ধারে একটি হাসপাতালে ওই পুলিশ কর্মীকে ভর্তি করা হয়। ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে বলে তিনজলা পুলিশ সূত্রে খবর।