রাজ্যের তরফে নতুন করে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে কন্টেইনমেন্টে জোনে পুরোপুরি লক ডাউনের ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ক্লকাতায় কয়েকটি নতুন এলাকা।
কলকাতার নতুন কনটেনমেন্ট জোনের তালিকা---
- ১১ নম্বর এলগিন রোড
- ২ নম্বর জাস্টিস মাধবচন্দ্র রোড
- শরৎ বসু রোড, চক্রবেড়িয়া রোড
- জওহরলাল দত্ত লেন, উল্টোডাঙা মেন রোড
- অধরচন্দ্র দাস লেন, উদিত চৌধুরী রোড
- সুরেন সরকার রোড, বেলেঘাটা চালপট্টি রোড, খোদাগঞ্জ মেন রোড
- রামকৃষ্ণ নস্কর লেন, রাজা সন্তোষ রায় রোড
- আলিপুর রোড, জাজেস কোর্ট রোড
- বাগমারি রোড, মানিকতলা মেন রোড
- বিধাননগর রোড, হাডকো হাউজিং
- ২, ৪ নম্বর বিজয়গড়, নারকেল বাগান
- বাপুজি নগর, এন ব্লক নিউ আলিপুর
- পূর্বালোক-মুকুন্দপুর, সার্ভে পার্ক, সুইনহো লেন
- জিএস বোস রোড, ডি-এ ব্লক নিউ আলিপুর
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊