Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেখে নিন কলকাতার যে এলাকাগুলি লকডাউন এর আওতায়



রাজ্যের তরফে নতুন করে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে কন্টেইনমেন্টে জোনে পুরোপুরি লক ডাউনের ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ক্লকাতায় কয়েকটি নতুন এলাকা। 

কলকাতার নতুন কনটেনমেন্ট জোনের তালিকা---
  • ১১ নম্বর এলগিন রোড
  • ২ নম্বর জাস্টিস মাধবচন্দ্র রোড
  • শরৎ বসু রোড, চক্রবেড়িয়া রোড
  • জওহরলাল দত্ত লেন, উল্টোডাঙা মেন রোড
  • অধরচন্দ্র দাস লেন, উদিত চৌধুরী রোড
  • সুরেন সরকার রোড, বেলেঘাটা চালপট্টি রোড, খোদাগঞ্জ মেন রোড
  • রামকৃষ্ণ নস্কর লেন, রাজা সন্তোষ রায় রোড
  •  আলিপুর রোড, জাজেস কোর্ট রোড
  • বাগমারি রোড, মানিকতলা মেন রোড
  •  বিধাননগর রোড, হাডকো হাউজিং
  • ২, ৪ নম্বর বিজয়গড়, নারকেল বাগান
  • বাপুজি নগর, এন ব্লক নিউ আলিপুর
  • পূর্বালোক-মুকুন্দপুর, সার্ভে পার্ক, সুইনহো লেন
  • জিএস বোস রোড, ডি-এ ব্লক নিউ আলিপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code