সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান, ৭জুলাই:
বিজেপির নেতা কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগে বর্ধমান থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা,অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা আব্দুর রব ।

বর্ধমান আদালতের রায়ে জামিনে মুক্তি পাওয়া বর্ধমান উত্তর বিধানসভার কেন্দ্রের কয়েকজন বিজেপি কর্মীদের বের করে আনার সময় তাদের উপর তৃণমূল কর্মী সমর্থকরা হামলা করে বলে অভিযোগ করেন বিজেপি নেতা শ্যামল রায় ।

তৃণমূলের মারের আঘাতে গুরুতর জখম 3 জন বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা ।