Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তায় পড়ে পিপিই কিট, আতঙ্ক ছড়ালো এলাকায়


রাস্তায় পড়ে পিপিই কিট, আতঙ্ক ছড়ালো এলাকায়  

সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

রাস্তায় পিপি কিট পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলো পূর্ব বর্ধমান জেলার নির্মল শ্মশানঘাট এলাকায়।তবে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ধন্দে স্থানীয় থেকে জেলা প্রশাসন।

করোনা নিয়ে নাভিশ্বাস যখন গোটা দেশের সাথে রাজ্য এবং জেলাবাসী ঠিক তারই মধ্যে আজ সকালে পূর্ব বর্ধমান জেলার রাজগঞ্জ নির্মল শ্মশানঘাট এলাকায় বেশ কিছু কিট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান সদর থানার পুলিশ উদ্ধার করা হয় পরে তাকে ৪টি পিপি কিট, তবে রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ধন্দে স্থানীয় থেকে জেলা প্রশাসন। 

স্থানীয় বাসিন্দারা বলেন শ্মশানের এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশে একটি জঙ্গলে বেশ কিছু পিপি কিট পড়ে থাকতে দেখেন তারা ,সেই সমস্ত পড়ে থাকা পিপি কিট গুলোকে কুকুরে টানাহেঁচড়া করছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষজন যাতায়াত করেন রাস্তার উপর এই ধরনের পিপি কিট পড়ে থাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে প্রশাসনের লোকজন এসে উদ্ধার করেন পরে থাকা পিপি কিট গুলোকে।  

এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানান স্থানীয় বাসিন্দারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code