Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৃষ্টির দিনে প্রিয় শহরের মনের ঠিকানা দেবে স্নিগ্ধজিৎ ভৌমিক

বৃষ্টির দিনে প্রিয় শহরের মনের ঠিকানা দেবে স্নিগ্ধজিৎ ভৌমিক

আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। মুক্তির পথে প্রহর গুনছে "আমার শহরের মন খারাপ"। ঝিরিঝিরি বৃষ্টির দিনে আপনাকে আপনার শহরের মনের ঠিকানা দেবে শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। 

আজ তার কন্ঠে মুক্তি পাবে এই নতুন গানটি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সৈনিক দে। এর আগে শিল্পী স্নিগ্ধজিৎ কে দেখা গিয়েছে বার বার দর্শকের কাছে সেরার সেরা আসনে বসতে। আর এবারে তার ভক্তদের জন্য প্রিয় শহর কে নিয়ে আসছেন তিনি। 

গানটির মুক্তির তারিখ ঘোষনার পরে বেশ অপেক্ষায় বসে রয়েছেন তার ভক্তকূল। আশা করা যায় তার ভক্তরা আবার একটি সুন্দর গান উপহার পাবেন তার কাছ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code