"তৃণমূল না জিতলে যারা চাকরী দেওয়ার নামে, বাড়ি দেওয়ার নামে কোটি কোটি টাকা নিয়েছেন তাঁরা বাড়িতে থাকতে পারবেন না।" দিনহাটার বিধায়ক উদয়ণ গুহর এই ধরণের বিবৃতি সমেত সংবাদ পত্রে প্রকাশিত সংবাদের ছবি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। SFI রাজ্যকমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস সেই ছবি সহ একটি পোস্ট করেন নিজের ফেসবুকে এবং সেখানে প্রশ্ন তোলেন "সংবাদপত্রে প্রকাশিত, সেই তথ্য প্রমাণসহ পুলিশকে দিচ্ছেন না কেন?" 


এই প্রশ্ন তোলায় কিছু দুষ্কৃতি গতকাল শুভ্রালোক দাসের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। শুভ্রালোক বলেন- "পেশির আস্ফালন দেখাতে ও আমার কন্ঠ রোধ করতে একদল পোষা গুন্ডাবাহিনী আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে চড়াও হয় l আমার ষাট উর্দ্ধ অসুস্থ মা বাবা আমি বাড়ি নেই জানালে ক্রমাগত হুমকি ও ধুমকি চলতে থাকে এবং পোস্ট ডিলিট করার চাপ দিতে থাকে l মানসিক নির্যাতনের শিকার হতে থাকে আমার বাবা - মা l পোস্ট ডিলিট না করলে প্রান নাশের হুমকি দিতে থাকে ক্রমাগত। বাড়ির ফোন পেয়ে আমি ফিরে আসার আগে এলাকার সংগঠিত চেহারা দেখে এলাকা ছেড়ে চলে যায় সেই গুন্ডা বাইকবাহিনী ।" 

আজ দুপুরে দিনহাটা থানায় এই ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানান শুভ্রালোক দাস। পুলিশ জানিয়েছে- "ঘটনার তদন্ত হবে।"