রাজ্যের পরিস্থিতি ও প্রশাসনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন জগদীপ ধনকড়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে ফের টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, প্রশাসন কীভাবে চলছে তা নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বলেই জানান রাজ্যপাল। এদিন তিনি টুইট করে লেখেন, রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। দুপুরে কথা বলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কীভাবে প্রশাসন চলছে, তা জানাব।
পশ্চিমবঙ্গের চিন্তাজনক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। রাজ্যের অবস্থা এবং যেভাবে @MamataOfficial প্রশাসন চলছে তা জানাব।(1/4)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020
এদিন রাজ্যপাল পর পর কয়েকটি টুইট করেন। সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রশাসনের বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি। তিনি টুইটে লেখেন, রাজ্যের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়। সাধারণ মানুষকে দুর্দশা থেকে মুক্ত করার জন্য কাজ করছি।
তিনি আরও লেখেন, সংবিধানের ১৫৯ অনুচ্ছেদে উল্লেখিত রাজ্যপালের ভূমিকার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য প্রশাসন সংক্রান্ত আলোচনা হবে।
সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে @MamataOfficial প্রশাসন বিষয়ে আলোচনা হবে।(3/4)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020
পাশাপাশি, ১৫৯ ধারা মনেও করিয়ে দিয়েছেন তিনি। তিনি টুইটে জানান, সেই ধারা বলছে, সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে আমার প্রয়াস সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যাণ ও উন্নতিতে আমাকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গ বাসীর প্রতি সেই দায়বদ্ধতার শপথ আমার রয়েছে।
সেই ধারা বলছে---- সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে আমার প্রয়াস সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যাণ ও উন্নতিতে আমাকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গ বাসীর প্রতি সেই দায়বদ্ধতার শপথ আমার রয়েছে।(4/4)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊