সম্পর্ক লায়ন্স ক্লাবের উদ্যোগে কিট বিতরন
প্রীতম ভট্টাচার্য্য, কৃষ্ণনগরঃ
এই বিশ্বমারীর সময়ে প্রায় ১০০টি দুস্থ পরিবারের কাছে হ্যান্ডস্যানিটাইজ, মাস্ক, সাবান, পৌঁছে দিলেন সম্পর্ক লায়ন্স ক্লাবের উদ্যক্তরা। লায়ন্স ক্লাব এই সময়ে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের পাশাপাশি খেটে খাওয়া গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরনের মাধ্যমে।
তাদের কথায় এই বিশ্বমারীর সময়ে অনেকের এই সামগ্রীকেনার ক্ষমতা নেই তাই আমরা তাদের পরিবারের সুরক্ষার কথা ভেবে এই নিত্য প্রয়োজনীয় ব্যাবহার্য্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
সম্পর্ক লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ রাধানগর কারবালা মাঠের পাশে নিজ ক্লাব ঘর থেকে স্যানিটাইজার , সাবান ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করলো | আগামী 26 তারিখেও একই কর্মসূচি ঝাউতলা , পোড়াগাছা তে অনুষ্ঠিত হবে | এই কর্মসূচির মূল উদ্যেশ্য মানুষের মধ্যে মাস্ক পড়া, হাত ধোয়া এবং সানিটাইজ করার সচেতনতা বৃদ্ধি করা |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊