আমপানের ত্রাণ বন্টন কে কেন্দ্র করে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে দুর্নীতির প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জেলায় এসইউসিআই কমিউনিস্ট লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দিনহাটা SUCI (C) লোকাল কমিটির সদস্য আজিজুল হক জানিয়েছেন- "দক্ষিণ 24 পরগনা জেলায় কুলতলী ব্লকের মইপিট গ্রাম পঞ্চায়েতে SUCI দলের জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু জানা এলাকার মানুষকে সাথে নিয়ে দীর্ঘ লড়াই আন্দোলন করে তুলছে দুর্নীতির প্রতিবাদে। এর ফলে ওই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আন্দোলনকে স্তব্ধ করতে গতকাল আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু জানাকে নৃশংসতার সঙ্গে হত্যা করে । এর প্রতিবাদে আজ দিনহাটা শহরে এস ইউ সি আই (সি) দিনহাটা লোকাল কমিটি একটি মিছিল বের করে । মিছিলটি শহরের মদনমোহন পাড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে ।"
মিছিলে দাবি ওঠে - অবিলম্বে কমরেড সুধাংশু জানা হত্যা কাণ্ডে অভিযুক্ত সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমফান ত্রাণ বন্টনের ক্ষেত্রে কারচুপি করা সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অবিলম্বে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊