৯০% ভারতীয় কর্মীকে ছাটাই এক চিনা সংস্থার 

কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিসেদ্ধাজ্ঞা অনুযায়ী বন্ধ রয়েছে সমস্ত অ্যাপ। এবার কর্মী ছাটাই শুরু করলো কোম্পানি গুলি। কর্মীদের ছাটাই করা হলেও কোনও রকম আর্থিক প্যাকেজের ব্যবস্থা করেনি সংস্থা। 


২০০৪ সালে ভারতে ব্যবসা শুরু করা আলিবাবা-র ইউজারের সংখ্যা ১৩০ মিলিয়ন। চিনা এই কোম্পানিটি ভারতীয় কর্মীদের ৯০ শতাংশকে এক ঝটকায় ছাঁটাই করে ফেলল। তাও আবার কোনও ফরমাল নোটিস ছাড়াই শুধু একটা ভিডিও কনফারেন্স করে। কর্মী ছাটাইয়ের কারণ হিসেবে জানানো হয়েছে, কোম্পানি ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলছে, তাই আর কর্মীদের রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।