Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় ৫৪ হাজার টাকা দান করল ছয় বছরের শিশু


করোনায় বিপর্যস্ত দেশ। ব্যহত মানব জীবনযাপন। ধুঁকছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে মানুষেই পারে মানুষের সাহায্য করতে তাঁর জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়ালো মুম্বাইয়ের এক ৬ বছরের শিশু। মালাবার হিলের এক ব্যবসায়ীর একমাত্র ছেলে ৬ বছরের কবীর মোদি। নিজের আঁকা ছবি বিক্রি করে পাওয়া ৫৪ হাজার টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছে সে। 


গত তিন মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কবীরের আঁকা ছবি বিক্রি করেছেন তার পরিবারের লোকজন। সেই ছবি বিক্রি করে যা টাকা পাওয়া গিয়েছে, তা সরাসরি ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হয়েছে বলে জানা গেছে। 


কবীর জানিয়েছে, স্কুল খোলার পরেও সে আঁকা চালিয়ে যাবে। ছবি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে, তা মুম্বইয়ের গরিব মানুষের কল্যাণের জন্য দান করবে সে।


তবে সে জানিয়েছে কোনওদিন কারও কাছে আঁকা শেখেনি সে। তার মা আঁকার প্রাথমিক পাঠ দিয়েছেন। এরপর থেকে সে নিজেই নানারকম ছবি আঁকে। তার আঁকা সহজ-সরল হলেও, সবারই চোখ টেনে নেয়। সে আঁকার পাশাপাশি বই পড়তেও ভালবাসে। তার স্মৃতিশক্তি অসাধারণ।

إرسال تعليق

0 تعليقات

Ad Code