লক ডাউনের তৃতীয় দিনে পুলিশ প্রশাসনের টহলদারি
ময়না,পূর্ব মেদিনীপুর,২৫ জুলাই, সুজিত মণ্ডলঃ
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে 19 জন ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়বার পর 22 সে জুলাই থেকে 5 ই আগষ্ট পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। সোমবার ও শুক্রবার সকাল 7 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত বাজার খোলা থাকবে।
আজ লক ডাউনের তৃতীয় দিনে পুলিশ প্রশাসন কড়া হাতে খোলা দোকান বন্ধ করতে টহলদারি চালাচ্ছে।
এই বিষয়ে ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ২০ জুলাই এক বৈঠকে কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী-
১) প্রতি সপ্তাহে সােমবার ও শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রয়ােজনীয় সামগ্রির বাজার খোলা থাকবে, অপ্রয়ােজনীয় দোকান গুলি বন্ধ থাকবে।
২) ঔষধ দোকান প্রত্যহ খােলা থাকবে।
৩) পুলিশ সর্বদা পর্যবেক্ষনে থাকবে।
৪) কোলকাতাগামি বাস লক ডাউন পর্বে প্রথম সপ্তাহ বন্ধ থাকবে। এক্ষেত্রে পুলিশ প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহন করবে ।
৫) মাছ বহনকারী গাড়ি গুলি লক ডাউন পর্বের সম্পূর্নরুপে বন্ধ থাকবে এবং পুলিশ বিষয়টি লক্ষ্য রাখবে।
৬) শ্রীরামপুর এবং বলাইপন্ডাতে দুটি চেক পোেষ্ট পুলিশের পক্ষ থেকে সর্বদা চালু থাকবে।
৭) আগামি ২১ শে জুলাই মঙ্গলবার লক ডাউন ও সচেতনতা প্রচারের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সর্বত্র মাইকিং করা হবে।
৮) দমকলের পক্ষ থেকে সমস্ত বাজার স্যানিটাইজড করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊