![]() |
A Congress MLA, who tested Covid positive, casts his vote in PPE for RS election at MP Assembly (File photo | PTI) |
ঘরে বসেই হবে ভোট, যেতে হবে না বুথে ! করোনা আবহে বদলে গেছে জনজীবন, জীবনের চলার পথে আমূল পরিবর্তন এনে দিয়েছে এই করোনা মহামারী l জীবিকা থেকে বেঁচে থাকার লড়াই এর মাঝে বাঁধ সেজেছে করোনা l এই করোনা এবার বদলে দিতে চলেছে ভোট প্রক্রিয়াকেও l
ভারতীয় নির্বাচন কমিশন ১৯৬১ সালের ভোট প্রক্রিয়ার বদল আনতে চলেছে l আর এই বিধিই লাগু হতে চলেছে আগামী বিহার বিধানসভা ভোটে l ইভিএম থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে ফিরতে চলেছে ব্যালট পেপার l আর বুথে যেতে হবে না ঘরে বসেই ভোট দিতে পারবে ভোটাররা l তবে শুধু ৬৫ বছরের ও তাঁর বেশি বয়সের ভোটার, করোনা আক্রান্ত বা কোয়ারেন্টাইনে থাকা ভোটাররা এই সুযোগ পাচ্ছে l
করোনা সংক্রমণ থেকে বাঁচতে এই পথ বেছে নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, তবে রাজনৈতিক দল গুলির মত এখনো নেওয়া হয়নি l রাজনৈতিক দলগুলি কি সিদ্ধান্ত নেই তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে l
আসন্ন নির্বাচনগুলি এই প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য সামগ্রিক চেষ্টা চালিয়ে যাবে নির্বাচন কমিশন l এই উদ্দেশ্য নিয়ে ১৯৬১ সালের নির্বাচন প্রক্রিয়ায় বদল আনা হচ্ছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊