Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী জুলাই মাসের পরীক্ষায় দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের 2 টি বিকল্প দিলো বোর্ড

                                 

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষাবোর্ড (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর অবশিষ্ট পরীক্ষার দিন ঘোষণা করেছে কিছুদিন আগেই। করোনা মহামারীর প্রকোপে মার্চ মাসে মাঝপথে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর CBSE এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী জুলাই মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে দশম (উত্তর-পূর্ব দিল্লির জন্য) এবং দ্বাদশ (সমগ্র ভারতের) শ্রেণীর অবশিষ্ট পরীক্ষা নেওয়া হবে। এবার বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষাব্যবস্থা নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বোর্ড দুটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য দুটি বিকল্প দিয়েছে যা CBSE এর অফিসিয়াল সাইট cbse.nic.in এ পাওয়া যাবে।  

CBSE দ্বারা প্রকাশিত  বিজ্ঞপ্তি অনুসারে CBSE যে দুটি সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল:

১) পরীক্ষার জন্য ইতিমধ্যে বরাদ্দকৃত কেন্দ্রের পরিবর্তে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।
২) যে সমস্ত পরীক্ষার্থী স্থানান্তরিত হয়েছে এবং যাদের স্কুলের স্থানের চেয়ে দূরবর্তী অন্য কোনও জেলায় বসবাস করছে তাদের জন্য পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের অনুমতি দেবে বোর্ড। 

পরীক্ষার কেন্দ্রে পরিবর্তনে নিয়মিত এবং বেসরকারী প্রার্থীদের উভয়কেই বোর্ডের নিয়ম মেনে চলতে হবে। কেন্দ্র পরিবর্তনের জন্য প্রার্থীদের আবেদন একমাত্র  বিদ্যালয়ের মাধ্যমেই CBSE কর্তৃক গ্রহণ করা হবে। 

Ad Code