Latest News

6/recent/ticker-posts

Ad Code

"করোনা ভাইরাসকে রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারা"-প্রধানমন্ত্রী


সারা দেশজুড়ে করোনা সংক্রমণ অব্যাহত। এমন পরিস্থিতিতে একমাত্র ভগবান রুপী ডাক্তাররাই আমাদের বাঁচাতে পারে। এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করে চলছে দেশ। করোনা ভাইরাসের সাথে ভারত লক ডাউনের পথে হেটেছিল। দীর্ঘ দুমাসেরও বেশি সময় লক ডাউনের পথে হাটার পর ধীরে ধীরে দেশকে স্বাভাবিক করার পথে হাঁটছে সরকার। 

প্রধানমন্ত্রী মোদি সোমবার সকালে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দেন, "করোনা ভাইরাসকে রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারা।" নরেন্দ্র মোদির মতে, হতেই পারে যে অদৃশ্য শত্রুর মতো চুপিসাড়ে আক্রমণ করছে করোনা, কিন্তু আমাদের দেশের করোনা যোদ্ধারা, আমাদের চিকিৎসকরাও অজেয়। 

"অদৃশ্য শত্রু বনাম অদম্য যুদ্ধে, আমাদের চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীরা অবশ্যই বিজয়ী হবেন", সোমবারের ভিডিও বার্তায় একথাই বলেন প্রধানমন্ত্রী মোদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code