Latest News

6/recent/ticker-posts

Ad Code

দু সপ্তাহ পরে করোনা প্রতিরোধী ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করবে রাশিয়া


দু সপ্তাহ পরে করোনা প্রতিরোধী ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা হবে বলে জানা গেছে। আগামী ১১ই জুন থেকে রাশিয়ার বিভিন্ন হাসপাতালে প্রয়োগ করা ওষুধটির নাম আভিফাভির। 

করোনার কোনও টিকা এখনও আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। মানুষের ওপর করোনার যত ওষুধ পরীক্ষা করা হয়েছে, কোনওটাই তেমন কাজে দেয়নি। আমেরিকার তৈরি ওষুধ রেমেসিভির কিছু ক্ষেত্রে কাজ করেছে বলে দাবি করা হয়েছে। তবে, আভিফাভির একটি জীবানুনাশক ওষুধ। 

আভিফাভির এর আসল নাম ফাভিপিরাভির। ৯০য়ের দশকের শেষে তৈরি হয়েছে এই ওষুধ। আরডিআইএফ প্রধান কিরিল ডিমিত্রিয়েভ বলেছেন, রুশ বিজ্ঞানীরা ওই ওষুধই আরও উন্নত করেছেন। এ ব্যাপারে সব তথ্য ২ সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আনতে তাঁরা তৈরি।

ডিমিত্রিয়েভ আরও জানিয়েছেন, ৩৩০ জনের ওপর এই ওষুধের পরীক্ষা হয়েছে, দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ৪ দিনের মধ্যে এটি সফলভাবে করোনা চিকিৎসা করেছে।

তিনি আরও বলেন, তাঁদের ধারণা, এটিই করোনার প্রকৃত ওষুধ। এটি পুরোপুরি সফল হলে রাশিয়ায় পুরোদস্তুর কাজকর্ম শুরু করা যাবে বলেও তাঁরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code