দিনহাটা ভিলেজ ২ জিপির কোয়ারেন্টিন সেন্টার স্যানিটাইজ করলো গ্রামীন সম্পদ কর্মীরা। লকডাউনে বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। আর তাদের সরকারি নির্দেশিকা অনুযায়ী ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। আর তাই দিনহাটা ব্লক ১ এর অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতেও পরিযায়ী শ্রমিকদের জন্য করা হয়েছিল কোয়ারেন্টিন সেন্টার। আজ সেই জিপির দুটি কোয়ারেন্টিন সেন্টারে জীবানুনাশক স্প্রে করলো গ্রামীন সম্পদ কর্মীরা।

জানা গিয়েছে, এই জিপির কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছিল। সেগুলির মধ্যে আজ নগরভাগ্নি ও ছোটো আটিয়াবাড়ি এলাকার কোয়ারেন্টিন সেন্টার গুলি স্যানিটাইজ করা হলো। গ্রামীন সম্পদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকা দাস, দীপংকর কর্মকার ও সৌরভ কর্মকার। এক এক করে জিপির সমস্ত কোয়ারেন্টিন সেন্টার গুলি স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন দিনহাটা ভিলেজ ২ জিপির গ্রামীন সম্পদ কর্মীদের সুপারভাইজার তাপস বর্মন।