লক ডাউন ছেড়ে আনলকের পথে হাঁটলেও করোনা সংক্রমণ উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে আনলক ১ শেষ আজকেই। আগামী কাল থেকে শুরু হচ্ছে আনলক ২। আনলক ২ নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আনলক ২-এও খোলার অনুমতি মেলেনি স্কুল, কলেজ, কোচিং সেন্টার। বন্ধই থাকছে আন্তর্জাতিক উড়ান। মেট্রো, সিনেমা, থিয়েটার, অডিটোরিয়াম। বড় জমায়েতেও নিষেধাজ্ঞা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউও বহাল।

আনলক ১-এর শেষ দিন অর্থাৎ আজকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকাল চারটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পুরো জাতি তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর বার্তার দিকে।