করোনার ভয়াল কোপ সারা বিশ্ব জুড়ে অব্যাহত। এখনও আবিষ্কার হয়নি ভ্যাকসিন। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ। এদিকে নিউজিল্যান্ড করোনা মুক্ত বলে ঘোষণা করেছে। এবার তারা আন্টার্কটিকায় গবেষণা কমাচ্ছে, যাতে কার্যত জনমানবশূন্য ওই মহাদেশে করোনা জীবাণু পৌঁছে না যেতে পারে।
ল্যান্ডমাস এবং দক্ষিণ মহাসাগর সম্পর্কে পরিবেশগত গবেষণার সাথে সম্পর্কিত সংস্থাটি জানিয়েছে, পরিদর্শন করা লোকের সংখ্যা সীমিত করে করোন ভাইরাস ছড়িয়ে দেওয়া বন্ধ করার মূল চাবিকাঠি।
জানা গেছে, ৩৬টি গবেষণা প্রকল্পের মধ্যে ২৩টিই বন্ধ করে দিচ্ছে তারা।
আপাতত সেখানে শুধু দীর্ঘমেয়াদী বিজ্ঞান গবেষণা, অতি প্রয়োজনীয় কিছু কাজকর্ম ও পরিকল্পিত রক্ষণাবেক্ষণ চলবে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা আন্টার্কটিকায় গবেষণা করেন।
অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ড জানিয়েছে যে এই কভিড -১৯ এই মহাদেশে পৌঁছাতে পারে না তা নিশ্চিত করার জন্য একাধিক সরকারী সংস্থা নিয়ে এটি একটি পরিচালিত বিচ্ছিন্নকরণ পরিকল্পনা তৈরি করছে ।
Social Plugin