Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী বছরের জুন মাস পর্যন্ত ফ্রি রেশন ঘোষণার পরেই কটাক্ষ বিরোধীদের

ফাইল চিত্র 

মঙ্গলবার জাতির উদ্দ্যেশে ভাষণে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরীব কল্যান অন্ন যোজনার আওতায় ফ্রি রেশন দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।আর এরপরই ফ্রি রেশনের মেয়াদ আরও বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ফ্রি রেশনের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুন মাস পর্যন্ত করে দিচ্ছি। যাতে প্রত্যেকে অন্তত খেতে পায়।’ করোনার জেরে আমজনতার আয়ে প্রভাব পড়েছে। সেজন্য দু’টাকা কেজি দরের চাল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। 

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ওরা আজ দেয় তো কাল দেয়না। যা দেয় অর্ধেক দেয়। বাংলায় ১০ কোটি মানুষ থাকেন। ৬ কোটি মানুষ পান, ৪ কোটি পান না। এই বিভেদ কেন? আমি চাই, কেন্দ্র যাতে দেশের ১৩০ কোটি মানুষের জন্যই রেশনের বন্দোবস্ত করে।

এপ্রসঙ্গে অবশ্য রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 

এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আগামী বছর জুন পর্যন্ত এই সরকার থাকছে না। তাহলে এই ঘোষণার অর্থ কী? তাঁর মতে, এই প্রতিযোগিতার কারণ হল রাজ্য দেখাতে চাইছে, দেখ আমরাও পারি।

إرسال تعليق

0 تعليقات

Ad Code