কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৮ই মে ২০২০ তারিখ instant allotment of PAN (on near to real time basis) এর শুভ আরম্ভ করেন। আধার নম্বর ও আধার নম্বরের সাথে মোবাইল নম্বর যোগ করা থাকলেই এখন সহজেই অনলাইনে প্যান নম্বর তৈরি করা যাবে। 
  
নিম্নলিখিত স্টেপ গুলি দেখুন ও নিজেই আপনার প্যান নম্বর পান খুব সহজেই- 

প্রথমে আপনি ভিজিট করুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং ওয়েবসাইট-
ক্লিক করুন -
  • Instant PAN through AADHAAR 

PAN REQUEST PAGE- এ আপনাকে দুটো অপশন থেকে একটা নির্বাচন করতে হবে- 
  • GET NEW PAN 
  • CHECK STATUS/ DOWNLOAD PAN 

আধার কার্ডের তথ্য প্রদান করতে হবে এবার- 
  • আধার নম্বর দিন 
  • I Confirm-এ ক্লিক করুন 
  • Captcha Code দিন 
  • Generated AADHAAR OTP তে ক্লিক করুন 
OTP দিন
  • আধার কার্ডে যে নম্বর নথিভুক্ত আছে তাতে একটা নম্বরের ম্যাসেজ আসবে সেটি দিন। 
  • এরপর, Validate Aadhaar OPT and Continue এ ক্লিক করুন 


e-KYC-তে তথ্য দিন। 
  • আধার নম্বর 
  • নাম 
  • লিঙ্গ 
  • আপনার ছবি 
  • জন্ম তারিখ 
  • ঠিকানা 
  • মোবাইল নম্বর 
  • ই-মেইল 
দিয়ে পূরন করতে হবে। 

e-KYC দিয়ে আধার কার্ড ভেরিফাই-এর পর সাবমিট করুন। 

এরপরেই আপনার স্ক্রিনে সাক্সেস ম্যাসেজ চলে আসবে। 

আপনি আপনার প্যান কার্ড স্ট্যাটাস চেক বা ডাউনলোড করতে পারেন-  
Views the Status / Download the PAN CARD এ গিয়ে
  • আধার কার্ড,
  • ক্যাপচা 
  • ওটিপি 
দিয়ে আপনি আপনার প্যান কার্ড ডাউনলোড ও স্ট্যাটাস চেক করতে পারবেন।