Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্থানের-শহিদ হলেন এক ভারতীয় জওয়ান


আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন  করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে  ব্যাপক গুলি চালাল পাকিস্তান। যার জেরে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান, আহত তিন। 

শনিবার রাতে শাহপুর-কেরনি অঞ্চলে গুলি চালায় পাকিস্তানি সেনা। জখম হন ৪ ভারতীয় জওয়ান। অতি দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শহিদ হন এক জওয়ান। 

রবিবার সকালেও পাকিস্তান আবারও বারমুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের (LOC) পাশে মর্টার হামলা চালিয়েছে। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।


পুঞ্চের পুলিশ আধিকারিক রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন, শহিদ জওয়ান ২৯ বছরের লাঙ্গাবুই আবোনম্লি। জখম হয়েছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার। আহতদের উধমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে। এই নিয়ে এই মাসে তিনবার পুঞ্চ ও রাজৌরিতে গুলি চলল পাকিস্তান থেকে। 

সেনার তরফে জানানো হয়েছে, ২০২০ সালের প্রথম ৬ মাসে পাকিস্তান অন্তত ২ হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 

Ad Code