Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনেও রোগীর জীবন বাঁচাতে প্রয়াস



SER-10,ময়নাগুড়ি, ১৫ জুন: একদিকে যখন  করোনার কড়াল গ্রাসে জর্জরিত আমরা ঠিক অপরদিকে রক্তের সংকট দেখা দিচ্ছে বিভিন্ন ব্লাড ব‍্যাঙ্কে।

তাই এবার করোনাকে দূরে ঠেলে বাইক এ চেপে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রেন স্ট্রোক করা চিকিৎসাধীন এক রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এলো ময়নাগুড়ি ব্লকের স্বেচ্ছাসেবি সংগঠন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য দ্বীপজয় রায়।

দ্বীপজয় রায় বলেন, খবর পেয়ে আমি রক্ত দিতে ছুটে যাই নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  রক্ত দিতে পেয়ে খুবই ভালো লাগছে।

পাশাপাশি তিনি বলেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না।

Ad Code