Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতে করোনার বিস্ফোরণ এখনও ঘটেনি, আশঙ্কা রয়েছে, সতর্ক করলো WHO


দিন যতই গড়াচ্ছে করোনার প্রকোপ ততই বাড়ছে। লাফিয়ে লাফিয়ে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনিই বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে কন্টেইনমেন্ট জোন বাদে বাকি সব জায়গাতে ধীরে ধীরে লক ডাউন তুলে স্বাভাবিক করার পথে হাঁটছে কেন্দ্র। তবে, স্বাভাবিক করলেও করোনা রুখতে প্রয়োজনীয় সকল প্রকার বিধি নিষেধ মানতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। 

এদিকে, বাড়ছে উদ্বেগ। এখনও বিদায় নেয়নি করোনা, আবিষ্কার হয়নি করোনার কোনও ভ্যাকসিন। ভারতীয়দের উদ্বেগ আরও বাড়াতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র এক শীর্ষ আধিকারিকের মন্তব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে হু-র জরুরি স্বাস্থ্য বিভাগ প্রকল্পের কার্যকরী ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও ভারতে করোনা ভাইরাসের বিস্ফোরণ এখনও ঘটেনি। তবে সেই ঝুঁকি রয়েছে পুরোমাত্রায়। এমনটাই জানিয়েছে হু। 

রায়ান জানিয়েছেন, তিন সপ্তাহ পর পর দক্ষিণ এশিয়ায় করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বাড়লেও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই নয়, বাংলাদেশ, পাকিস্তান-সহ অন্যান্য দেশেও জনঘনত্ব অনেক বেশি। এই অংশে করোনার বিস্ফোরণ এখনও ঘটেনি। তবে যে কোন সময় বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code