Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৯৬ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করলো কোচবিহার পুলিশ


গাঁজা উদ্ধারে ফের বড়ো সাফল্য কোচবিহার পুলিশের। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় কোচবিহার কোতয়ালী থানার পুলিশ। 


চান্দামারি এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করে ও একজনকে আটকে করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যাক্তির নাম বাবলু বর্মন। কোচবিহারে গাঁজা চোরাচালান রুখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

এর আগে কোতোয়ালি থানার পুলিশ মাগপালাতে হানা দেয় ভোররাত্রে প্রায় ১১০ কেজি গাঁজা উদ্ধার করে পাশাপাশি আটক করে দুই ব্যক্তিকে I এরপর শনিবার ১৯৬ কেজি গাঁজা উদ্ধার কোচবিহার পুলিশের এক বড়ো সাফল্য। 


বিগত দিনে, অভিযান চালিয়ে বিঘা বিঘা জমির গাঁজা কেটে নষ্ট করেছে কোচবিহার পুলিশ এবার চোরা চালান রুখতে স্বমহিমায় সক্রিয় কোচবিহার পুলিশ।

Ad Code