Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি


দিনহাটা পুলিশের বড় সাফল্য। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। 


দিনহাটা মহকুমার গোসানিমারি ২ এলাকায় এক ব্যাক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। ওই ব্যাক্তির কাছ থেকে একটি দেশী ওয়ান সুটার উদ্ধার হয়। দিনহাটা থানার ASI নয়ন সুব্বার নেতৃত্বে এদিন এই অভিযান সাফল্য পেয়েছে। 


সূত্রের খবর, তদন্ত চলছে আরও কোনও অস্ত্র উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Ad Code