আলিপুরদুয়ার জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার মধ্যে অন্যতম। ২০১৪ সালের ২৫ জুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঠিত হয়েছিল এই জেলা। অর্থাৎ আজ ২০২০ সালের ২৫ জুন ছয়বছর পূর্ণ হলো আলিপুরদুয়ারের। সমগ্র জেলাটির আয়তন ৩,১৩৬ বর্গ কিলোমিটার। আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট–বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম–এই ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। এই ছয়টি জেলায় মোট ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি সেন্সাস টাউন আছে। জেলার সদর আলিপুরদুয়ার।
ভ্রমণপিপাসুদের জন্য আলিপুরদুয়ার জেলা একটি প্রিয় জায়গা। বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসেন পর্যটকরা। এখানে উল্লেখজপঞ্জ দর্শনীয় স্থানগুলি হল বক্সা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চিলাপাতা ফরেস্ট। বক্সা উদ্যানের মধ্যে বক্সা দুর্গ নামে একটি দুর্গ আছে যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই দুর্গে কিছুদিন বন্দী করে রাখা হয়েছিল। তাই এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডার, হাতি সাফারি এবং টোটোপাড়া মানুষকে আকর্ষণ করে। চিলাপাতা বনাঞ্চলের প্রধান পর্যটন আকর্ষণ হল নলরাজা গড়। এছাড়াও এখানে চিতাবাঘ দেখতে পাওয়া যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊