Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলা কালেক্টরের আসনে বসলেন প্রথম উপজাতীয় আইএএস মহিলা অফিসার!


এই প্রথম কেরাল সরকারী আমলার চেয়ারে উপজাতীয় নারী! 

২৬ বছর বয়সী শ্রীধন্যা সুরেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্প্রতি মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশানাল অ্যাকাডমি অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফিরেছেন তিনি। 

কুরিছিয়া ট্রাইবাল কলোনি ইদিয়ামভয়ালে ২ সপ্তাহের কোয়ারেন্টিনে রয়েছেন।
 

কোঝিকোড়ের জেলা কালেক্টরের আসনে বসলেন প্রথম উপজাতীয় আইএএস মহিলা অফিসার শ্রীধন্যা সুরেশ।

সূত্রের খবর, প্রাক্তন জেলা কালেক্টর সম্ভূশিবা রাও-এর জায়গায় বসতে চলেছেন শ্রীধন্যা।

শ্রীধন্যার এই সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।

Ad Code