করোনা আবহের জেরে লক ডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া অভিবাসী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে দেশে ফিরতে শুরু করেছে। অভিবাসী শ্রমিকেরা ঘরে ফিরে সরকারী কোয়ারাইন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য জেলায় জেলায় গড়ে উঠেছে কোয়ারাইন্টাইন সেন্টার। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোয়ারাইন্টাইন সেন্টারে প্রতিদিন ৩ কোটি টাকা খরচ হচ্ছে সরকারের। কোয়ারেন্টাইন সেন্টারের খরচ নিয়ে রাজ্য সরকারের তুমুল সমালোচনায় সরব সুজন চক্রবর্তী। এব্যাপারে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী।
কোয়ারাইন্টাইন সেন্টারে রাজ্যের খরচ নিয়ে সরব হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'রাজ্যে তথ্যের কোন মা বাপ থাকছে না! পদে পদে মিথ্যা। সরকারি কোয়ারান্টাইনের খরচ দিনে নাকি ৩ কোটি টাকা। আছেন ২২ হাজার জন। সরকারেরই হিসাব। তাহলে মাথাপিছু দৈনিক খরচ ১৩ শত টাকা। কেউ বিশ্বাস করবেন? হোটেলের খরচকেও হার মানায় যে! এখানেও কাটমানি? কত? ৮০ শতাংশ? উত্তর দেবেন @MamataOfficial?' টুইটে স্পষ্ট তিনি রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে উত্তর চেয়েছেন।
যদিও, সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Social Plugin