Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিন কি আমাদের ভূমির অংশ দখল করেছে? অমিতকে প্রশ্ন অভিষেকের


একদিকে যখন বাংলা দখলের লক্ষ্যে সকাল ১১টা থেকে রাজ্যে অমিত শাহের ভার্চুয়াল সভা তখন বাংলা থেকেই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন, চিন কি আমাদের ভূমির অংশ দখল করেছে? টুইটারে অমিত শাহকে সাফ জিজ্ঞাসা করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

লাদাখে ভারত- চিন সীমান্তে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল মে মাসের প্রথম দিকে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন দুই দেশের সেনা জওয়ানরা। পরোক্ষে যুদ্ধের হুংকারও দিয়েছিলেন ভারত ও চিনের শীর্ষ নেতারা। উত্তেজনা চরমে পৌঁছালেও চুপ থেকে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখনও পর্যন্ত লাদাখে চিনের আগ্রাসন নিয়ে কোনও বিবৃতি দেননি অমিত। আর তাঁর এই নীরবতা নিয়েই এদিন প্রশ্ন তুলে দিলেন অভিষেক। কেন চুপ করে আছেন অমিত, সেই প্রশ্নই কার্যত ছুঁড়ে দিয়েছেন তিনি।

Ad Code