This year’s annular solar eclipse is set to take place on Sunday, June 21. The Surya Grahan will be visible from parts of India along with other regions of the world. The solar eclipse will start to appear at 9:15 AM IST and will reach its peak at around 12:10 PM IST. During this time, people will be able to witness a "ring of fire" in the sky.
২০২০ সালে একের পর এক নানান ঘটনার সম্মুখীন হচ্ছে বিশ্ব। মহামারি থেকে ঘূর্ণিঝড় সহ একাধিক ঘটনা। বহু প্রতিকূলতার এসেছে একের পর মহাজাগতিক ঘটনাও। আজ ২১শে জুন নতুন করে আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা। ওই দিনই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ।
২১শে জুন এক বলয় সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে উত্তর ভারত। এদিন সকাল ১০টা বেজে ২৫মিনিট থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। দিনের আকাশে নামবে রাতের অন্ধকার। ওই দিন গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে। বিশেষজ্ঞরা বলছেন এমন গ্রহণ শেষ ঘটেছে ২০০৮ সালে। ২১ জুনের সূর্যগ্রহণ ২০২০ সালের অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছে, আইএসও সার্টিফায়েড কাঁচ অথবা যথাযথ ফিল্টার যুক্ত ক্যামেরার মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে হবে, যাতে চোখের ক্ষতি না হয়। পিন হোল ক্যামেরা অথবা টেলিস্কোপ দিয়ে বলয় গ্রহণ দেখা সবথেকে নিরাপদ। সূর্যগ্রহণের সময় খাওয়া, স্নান করা, বাইরে বেরোনো নিরাপদ। সূর্যগ্রহণ একটি দর্শনীয় ঘটনা যা দেখা যেতেই পারে। তবে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সূর্যগ্রহণ এক্স-রে ফিল্ম, সাধারণ রোদ চশমা এবং অতিবেগুনী রশ্মী প্রতিরোধী রোদ চশমা দিয়ে দেখতে মানা করেছেন। সূর্যগ্রহণ দেখার জন্য রঙিন কাঁচ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে ২৬শে ডিসেম্বর দক্ষিণ ভারতে আর একটি বলয় গ্রহণ দেখা গিয়েছিল। দেশের বাকি অংশের মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখেছিলেন। পরবর্তী সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২০৩১ সালের ২১শে মে। তবে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবেন ২০৩৪ সালের ২০শে মার্চ।
বাংলায় কোথায় কখন এই গ্রহণ দেখা যাবে এক নজরে-
- কলকাতায় এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত।
- বর্ধমানে এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৪ মিনিট থেকে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।
- মেদিনীপুরে দেখা যাবে সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ১৪ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।
- মুর্শিদাবাদে দেখা যাবে সকাল ১০ টা ৪৭ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।
- বীরভূমে এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ১৫ মিনিট পর্যন্ত।
- শিলিগুড়িতে দেখা যাবে সকাল ১০ টা ৪৭ মিনিট ৩ সেকেন্ড থেকে ২ টো ১৬ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত।
- মালদাতে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে ২ টো ১৭ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।
- রায়গঞ্জে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে।
- কোচবিহারে দেখা যাবে সকাল ১০ টা ৫০ মিনিট ৫ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৯ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত।
- দার্জিলিংয়ে সকাল ১০ টা ৪৭ মিনিট ২ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে।
আর সামান্য কয়েক মিনিটের তারতম্য অনুযায়ী রাজ্যের বাকি জেলাগুলিতেও এই গ্রহণ দেখা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊