Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার ভ‍্যাকসিন পরীক্ষার জন্য দেহ দান করলেন ABVP এর ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায়



করোনা রোগের ভ‍্যাকসিন পরীক্ষার জন্য প্রয়োজন মানব দেহ। সেই কথা মাথায় রেখে ইমেইলের মাধ্যমে করোনা রোগের ভ‍্যাকসিন পরীক্ষার আবেদন জানালেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা ময়নাগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায়।


জানা যায়,গত বুধবার ইমেইল করে the Indian council medical Research এ আবেদন জানায় অলক। মেইলের পাশাপাশি ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ানকেও টেলিফোনে বিষয়টি জানায় অলক। সে জানায়, চারিদিকে করোনা রোগের ভ‍্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের জন্য এর আগে জলপাইগুড়ির এক যুবক এগিয়ে এসেছেন। 


আমার একটি জীবন শত শত ভারতবাসীর কাজে লাগলে আমার এই দেহকে দান করতে কোন দুঃখ নেই। তাই আমার সকল  ভারতবাসীর কথা মাথায় রেখে গত ১০ জুন বুধবার the Indian council medical Research এ করোনা রোগের ভ‍্যাকসিন পরীক্ষা করার জন্য  আমি স্বেচ্ছায় আমার শরীর দান করলাম।

বিস্তারিত শুনুন ভিডিওতে-



Ad Code