Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্দারমণির সমুদ্র সৈকতে বিশালাকার তিমির মৃতদেহ ঘিরে উত্তেজনা


মন্দারমণির সমুদ্র সৈকতে বিশালাকার একটি তিমির মৃতদেহ ভেসে আসে আজ। তিমিটি প্রায় ৩৫ ফুট লম্বা। আজ বিশাল আকারের তিমি মাছটিকে মন্দারমণির সৈকতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন মত্‍স্যজীবী ও স্থানীয় বাসিন্দারা। 

মৃত তিমিটি লম্বায় অন্তত ৩৫ ফুট। চওড়াও প্রায় ১০ ফুটের কাছাকাছি। মুখের গোল অংশের উচ্চতা প্রায় পাঁচ ফুট। প্রকাণ্ড এই তিমি উদ্ধারের খবর পেয়ে তা দেখতে সমুদ্র তীরে ভিড় জমান আশপাশের গ্রামের লোকজন। উদ্ধার হওয়া তিমিটির ওজন আনুমানিক এক হাজার কিলো বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

স্থানীয় বাসিন্দারা সমুদ্র সৈকতে মৃত তিমিটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছায়। প্রাথমিকভাবে, তিমিটি মৃত অবস্থায় বহু দূর থেকে ভেসে এসেছে বলে জানানো হয়েছে। সমুদ্রে ভেসে যাওয়ার সময় কোনও জাহাজ বা ট্রলারে ধাক্কা লেগেই তিমিটির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সমুদ্র বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code