Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘরোয়া বিমান সফরের পর কি কোয়ারাইন্টিনে থাকতে হবে? জানালেন মন্ত্রী হরদীপ


করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে দীর্ঘ দুমাস ধরে বন্ধ বিমান পরিষেবা।২৫ মে থেকে থেকে ধাপে ধাপে আরম্ভ হতে চলেছে দেশীয় অভ্যন্তরীণ বিমান পরিষেবা। ইতিমধ্যেই তার টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে, অনেকেই মনে করেছে বিমান ভ্রমণের পর থাকতে হতে পারে ১৪দিনের হোম কোয়ারাইন্টিনে। সেই গুজব উড়িয়ে দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী।

বিমান সফরের নতুন নিয়মাবলী নিয়ে আলোচনার সময়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, 'কোয়ারেন্টাইন নিয়ে এত হইচই করা হচ্ছে কেন? করোনা পজিটিভ বা সংক্রমণের উপসর্গ রয়েছে এমন কেউ তো বিমানে উঠতেই পারবেন না। তাই সব যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখাটা বাস্তবসম্মত ভাবনা নয়।' মন্ত্রী আরও বলেন, 'যদি কোনও যাত্রীর পজিটিভ রিপোর্ট থাকে বা উপসর্গ দেখা যায় তবে বিমানে ওঠা দূরের কথা বিমানবন্দর চত্বরে ঢুকতেই দেওয়া হবে না।'

Ad Code