SER-10: করোনার দাপটে সারা দেশে লক ডাউন। লক ডাউনের জেরে দিন এনে দিন খেটে খাওয়া মানুষেরা দুমুঠো খাবার যোগাতে ব্যর্থ। অনেকেই একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। সরকারের দেওয়া রেশনেও কম পরে যাচ্ছে। তাঁদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ, শ্রীলঙ্কা এলাকা সহ ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া দিনমজুর এবং দুস্থদের হাতে খাদ্য সামগ্রী বিলি করে করলো মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি এবং গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠ।
জানা গেছে, মনীষী পঞ্চানন বর্মা স্বারক সমিতি এবং গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে এবং কিছু সমাজসেবি মানুষের সহযোগিতায় বিগত কয়েক দিন ধরে জল্পেশ, কাশীরডাঙ্গা, যোদ্ধারটারি, শ্রীলঙ্কা সহ ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু গ্রামে মোট ৩০০ টি পরিবারের হাতে চাল, ডাল, বিস্কুট, সয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ'দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনীষী পঞ্চানন বর্মা স্বারক সমিতি ও গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ রায়, গড়তলী জল্পেশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রামমোহন রায়, গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল রায় সহ আরও অনেকেই।
মনীষী পঞ্চানন বর্মা স্বারক সমিতি ও গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ রায় বলেন, এভাবেই লক ডাউন চলতে থাকলে পরবর্তীতে ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকার গরীব,দুস্থ মানুষদের আরও বেশি করে সাহায্য করা হবে।
গড়তলী জল্পেশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রামমোহন রায় বলেন, সারা বছর ধরে আমরা বিভিন্ন জনসেবামূলক কাজ করে থাকি। যেমন কিছুদিন আগে, নজরুল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পঞ্চানন বর্মা গ্রন্থাগার উদ্বোধন করা হয়। এবং উদ্বোধনের সাথেই পঞ্চম থেকে দশম শ্রেণি পযর্ন্ত প্রায় তিনশত ছাত্র - ছাত্রীর হাতে বই তুলে দিয়ে তাদের পড়ার সহযোগিতা করা হয়। এছাড়া সমাজের কাজ করার জন্য কিছুদিন আগে পদ্মশ্রী করিমুল হক মহাশয়ের হাতে দশ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
গড়তলী জল্পেশ নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল রায় বলেন, সমাজের পিছিয়ে পরা মানুষদের পাশে দাড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং লক ডাউন ছাড়াও বিভিন্ন এলাকার পিছিয়ে পরা দুস্থ মানুষদের পাশে দাড়ানোর জন্য আমাদের ছোট্ট একটি প্রয়াস । পরবর্তীতে সবার সহযোগিতা পেলে আরও বেশি করে গরীব, দুস্থদের পাশে দাড়ানোর চেষ্টা করবো।
Social Plugin