Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবার পরীক্ষা শুরু ২৬ মে থেকে- চলছে জোর প্রস্তুতি রাজ্য জুড়ে

pic credit:siosc
জানুয়ারি মাসের শেষের দিকে ভারতের প্রথম করোনা-আক্রান্তের সন্ধান পাওয়া যায় কেরালা রাজ্যে৷ তারপর থেকে এখন পর্যন্ত কেরালার মোট 795 জন আক্রান্তের মধ্যে 515 জন সুস্থ এবং মোট মৃতের সংখ্যা মাত্র ৫ জন।

করোনার সন্ধান পাওয়া মাত্রই লকডাউন জারি করে কেরালা। বন্ধ হয়ে যায় সব কিছু-এমনকি চলতে থাকা মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা । 

তবে আশার কথা আগামী ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষাও। 

১০ মার্চ শুরু হওয়া এই পরীক্ষায় মোট ৪.২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। 

কেরালার শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথ বলেছেন, “লকডাউনের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা আবার শুরু করব এবং যত তাড়াতাড়ি সম্ভব ফলাফলগুলি ঘোষণা করব। সব ব্যবস্থা চলছে। ”

আর তাই জোরকদমে পরীক্ষা কেন্দ্র গুলি সেনিটাইজের কাজ চলছে।  সমগ্র কেরালা জুড়ে দেখা গেলো সেই দৃশ্য। 

Ad Code