পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রকল্প “জয় বাংলা” ( Jai Bangla )  জয়বাংলা পেনশন প্রকল্পের অন্তর্গত বার্ধক্য পেনশন ,বিধবা পেনশন, বৃদ্ধ কৃষকদের পেনশন, মৎস্যজীবীদের জন্য বার্ধক্য পেনশন, কারিগর এবং তাঁতকারীদের জন্য বার্ধক্য পেনশন, লোক প্রচার প্রকল্প – এসমস্ত পেনশন প্রকল্প আগে থেকেই চালু ছিল 2020 তে আরো দুটি নতুন প্রকল্প এই জয় বাংলা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে একটি হলো “বন্ধু” প্রকল্প আরেকটি “জয় জহার” প্রকল্প |

১। তপশীল জাতি এবং তপশিলি উপজাতি যে সমস্ত বয়স্ক মানুষদের 60 বছর বয়স পূর্ণ হয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন এবং প্রতি মাসে 1000 টাকা সরকারের কাছ থেকে পেনশন পাবেন | 
তপশিলি জাতির জন্য বন্ধু প্রকল্প। এই প্রকল্পের ফলে আনুমানিক 21 লক্ষ তপশিলি জাতির মানুষ উপকৃত হবেন ।


২. আদিবাসীদের জন্য জয় জহার প্রকল্পঃ রাজ্যের আদিবাসী তথা তপশিলি উপজাতি সমাজের বয়স্ক মানুষদের কল্যাণের জন্য “জয় জহার” “Jai Johar” নামে একটি প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র যেখানে 60 বছরের বেশি বয়সের আদিবাসী, তপশিলি উপজাতি সম্প্রদায়ের 100% মানুষ যারা অন্য কোন পেনশন পান না তারা প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পাবেন |


এই পরিকল্পনার মাধ্যমে আনুমানিক 4 লক্ষ আদিবাসী ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন ।


জয় বাংলা প্রকল্পে আবেদন পদ্ধতি :


পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প “বন্ধু” “জয় জহার” এবং “মানবিক” প্রকল্পের আবেদনের জন্য অফলাইন এবং অনলাইন দুটি আবেদন-প্রক্রিয়া রয়েছে। অনলাইনে আবেদনের জন্য জয়বাংলার ফরমটি ডাউনলোড করুন 


আবেদন পত্রের সাথে কি কি নথিপত্র জমা দিতে হবে : 
Passport Photograph / পাসপোর্ট ফটো 
Copy of Caste Certificate / বর্ণের শংসাপত্রের অনুলিপি 
Copy of Digital Certificate from Appropriate Authority / উপযুক্ত কর্তৃপক্ষ থেকে ডিজিটাল শংসাপত্রের অনুলিপি 
Copy of Digital Ration Card / ডিজিটাল রেশন কার্ডের অনুলিপি 
Copy of Aadhaar Card, if available / আধার কার্ডের অনুলিপি 
Copy of Voter Id / ভোটার আইডির অনুলিপি 
Copy of Residential Certificate (Self Declaration) / আবাসিক শংসাপত্রের অনুলিপি (স্ব-ঘোষণা) 
Copy of Income Certificate (Self Declaration) / আয়ের শংসাপত্রের অনুলিপি (স্ব-ঘোষণা) 
Copy of Bank Pass Book / ব্যাংক পাস বইয়ের কপি



অন্য কোন সরকারি প্রকল্পে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না । 


আবেদনপত্র জমা দেওয়ার স্থান : 
গ্রাম অঞ্চলের জন্য BDO অফিসে আবেদনপত্র জমা দিতে হবে আর শহর অঞ্চলের জন্য SDO অফিসে আবেদনপত্র জমা করতে হবে ।