Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত-চিন সীমান্তে উত্তেজনা, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মোদী


লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে। ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে গত ২০ দিন ধরে উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানসহ এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, যে কোনওরকম হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। 

এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে লাদাখের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে পাশাপাশি সীমান্তে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে চাওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীকে চিন সীমান্তে পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত করার অনুরোধ জানানো হয়েছে। চিন সীমান্তে পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের কাজ বন্ধ করবে না ভারত।’

Ad Code