চারিদিকটা থমথমে। লক ডাউনের মাঝেই ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ -উল- ফিতর আজ। করোনা ভাইরাসের জেরে সারা দেশে চলছে লক ডাউন। এর ফলেই এবার খুশির ঈদে খুশি মানাতে বাড়িতে বসেই।এদিকে যারা ভিন রাজ্য থেকে ফিরছেন তাঁদের ঠাই কোয়ারাইন্টাইন সেন্টারে। খুশির ঈদে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের না পেয়ে মুখভার কোয়ারাইন্টাইন সেন্টারের মানুষদের। তাঁদের মুখে হাসি ফোটালো কোচবিহার পুলিশ।
যেহেতু ঈদ তাই ঈদের শুভেচ্ছা বার্তা প্রদানের সাথে সাথে জেলার বহু কোয়ারান্টাইন সেন্টারে সেমাই প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। সোমবার সকালে সমস্ত নিয়ম-নীতি মেনে কোচবিহারের প্রতিটি কোয়ারেন্টাইনে কেন্দ্রে থাকা মুসলিম ধর্মালম্বী মানুষদের প্রথমে নমাজ পড়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তারপর, সেমাই ও জল খাবার প্রদান করা হয় তাঁদের। সামাজিক দূরত্ব মেনেই কোয়ারান্টাইন সেন্টারগুলিতে পালিত হল পবিত্র ঈদ উৎসব।
Social Plugin