নিজস্ব প্রতিনিধি, খেরবাড়িহাট, ১লা মে: সি,এফ এবং লক্ষীনারায়ন গ্রুপের পক্ষ থেকে মাস্ক এবং স্যনিটাইজার বিতরণ খেরবাড়িহাটে।
জানা যায়, আজ খেরবাড়িহাট বাজারের সি.এফ এর ভলেন্টিয়ারের উদ্যোগে এবং লক্ষীনারায়ন গ্রুপের সহযোগিতায় মাস্ক এবং স্যনিটাইজার বিতরণ করা হয় সাধারণ মানুষকে। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয়।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাবিত্রী রায়, অপর্না বর্মন, মাম্পি রায়, জয় প্রকাশ রায়, বিউটি বর্মন, বিকাশ অধিকারী, স্বপন বর্মন সহ আরও অনেকেই। সামাজিক দূরত্ব মেনেই সম্পন্ন হয় পুরো কর্মসূচী।
Social Plugin