করোনা আবহে বাড়ি ফিরতে গিয়ে একের পর এক দুর্ঘটনায় পড়ছে পরিযায়ী শ্রমিকেরা। এবার পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে দুর্ঘটনার কবলে পড়লেন পরিযায়ী শ্রমিকের একটি বাস। 

ধূপগুড়ির খোলাইগ্রামে বিহারের ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস আসছিল। রবিবার ভোররাতে ধূপগুড়ির খোলাইগ্রামের চৌপথি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই বাসে। আহত ৩২জন। যে সব পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজন শিশু ও চারজন মহিলা রয়েছেন।  এই শ্রমিকরা প্রত্যেকেই সাহুডাঙ্গির একটি ইঁটভাঁটায় কাজ করত বলে খবর। বাসটি ওই শ্রমিকদের নিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিল। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত শ্রমিকদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। জানা গেছে, চালক পলাতক। বাসটিকে ধূপগুড়ি টার্মিনাসে নিয়ে যাওয়া হয়েছে।