Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়শাকদল অঞ্চলে অসহায়দের পাশে বড়শাকদল কমিউনিষ্ট পার্টী (মাঃ) কর্মীরা

SER-20: লকডাউনে দরিদ্র অসহায় মানুষদের দিকে আহায্যের হাত বাড়িয়ে দিল বড়শাকদল কমিউনিষ্ট পার্টী (মাঃ) কর্মীরা। 

এই লকডাউনে হতদরিদ্র মানুষদের দুবেলার খাবার জোটাতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দলের পক্ষ থেকে ছাত্র/যুব দের সাথে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হল কিছু সাহায্য।

আজ বড়শাকদল অঞ্চলের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষদের খুঁজে বের করে প্রায় ১০০ জন পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। 

যেসমস্ত পরিবার রেশন পায়নি তাদের জন্য চালের বন্দোবস্ত করা হয়।এছাড়াও সমস্ত দরিদ্র পরিবারের হাতে তেল, সাবান, সব্জী এবং মাস্ক তুলে দেওয়া হয়। 


উপস্থিত ছিলেন বড়শাকদল অঞ্চলের দলীয় কর্মী দীপক পাল, হেদারহাটের যুবকর্মী পোকো বর্মন, ছাত্রনেতা কপিল রায়, প্রদীপ বর্মন, জিতপুরের পার্টির নেতা আশীষ বর্মন, পরানের ছড়া অঞ্চলের পার্টিনেতা গগন মোদক ও আরও অনেকে।

Ad Code