Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাবল ডেটা অফার AIRTEL -এ


AIRTEL ব‍্যবহারকরীদের জন‍্য সুখবর। এখন পাচ্ছেন ডাবল ডেটা এক রিচার্জেই। আগে ৯৮ টাকা রিচার্জ করলে ২৮দিনের জন‍্য আপনি পেতেন ৬জিবি ডেটা। এখন ৯৮টাকায় পাচ্ছেন ২৮দিনের জন‍্য ১২জিবি ডেটা। 

এছাড়াও 500 টাকা, 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে আগের থেকে বেশি টকটাইম দিচ্ছে AIRTEL -এ।500 টাকা রিচার্জে আগে 423.73 টাকা টকটাইম পাওয়া যেত। এবার 500 টাকা রিচার্জে মিলবে 480 টাকা টকটাইম। এছাড়াও 1000 টাকা রিচার্জে 960 টাকা ও 5000 টাকা রিচার্জে 4,800 টাকা টকটাইম পাওয়া যাবে।


  • ৯৮টাকায় পাচ্ছেন ২৮দিনের জন‍্য ১২জিবি ডেটা। 
  • 1000 টাকা রিচার্জে 960 টাকা টকটাইম। 
  • 5000 টাকা রিচার্জে 4,800 টাকা টকটাইম ।
  • 500 টাকা রিচার্জে মিলবে 480 টাকা টকটাইম। 

Ad Code